প্রচ্ছদ > বিনোদন >

খোলা পিঠে কবিতা লেখাটাই বেশি রোমাঞ্চকর লাগছে আমার

article-img

টলিপাড়ার নতুন জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নতুন ছবি ‘আমার বস’ মুক্তি পাচ্ছে। এ বছরটা অভিনেত্রীর ভালোই ব্যস্ততায় যাচ্ছে বছরটা শ্রাবন্তীরই এমন কথাই বলছেন অনেকে। এ প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, সবাই যখন বলছে তা হলে হয়তো সত্যি।

অনেকগুলো ছবির শুটিং আগেই করা হয়ে গিয়েছিল। সব পর পর মুক্তি পাচ্ছে। আমার এই ব্যস্ততাটাই ভালো লাগে।

 

পরিচালক তথা নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ এটা।

আর এটাই স্বপ্ন ছিল অভিনেত্রীর। এমনটাই জানালেন। এই ছবিতে যুক্ত হলেন কেন এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বললেন, অবশ্যই উইন্ডোজ়ের সঙ্গে প্রথম কাজ আর গল্পটা। আমি পরে জেনেছিলাম ছবিতে রাখি গুলজার আছেন।

আমার এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার বাসনা ছিল বহু দিনের। আমার বন্ধুরা তো বলেইছিল, সেই সঙ্গে অনেক সিনিয়র টেকনিশিয়ানরাও বলেছিলেন যে, এই সংস্থার সঙ্গে কাজ করা মানে একটা পরিবারের সঙ্গে কাজ করা। বলা যায় অনেক দিনের ইচ্ছেপূরণ।

 

ইচ্ছেপূরণ বিশ্বাস করেন শ্রাবন্তী। এমনটাই জানিয়ে বললেন,  হ্যাঁ, অবশ্যই।

মনের বাসনার যে শক্তি তা আর কোনও কিছুতে নেই। এখানেই তো সেই শাহরুখের সংলাপ মনে পড়ে যায়। আমার ইচ্ছাশক্তির জন্যই তো শিবুদাকে আমি সহ-অভিনেতা, পরিচালক আবার প্রযোজক, তিন রকম ভাবেই পেলাম। 

 

এই ছবিতে শিবপ্রসাদের সঙ্গে প্রেম নিয়েও কথা শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য,  হ্যাঁ, সে তো ফোন খুললেই দেখতে পাচ্ছি। বেশ ভাল লাগছে। শিবুদার সঙ্গে ছবিতে প্রেমের আলোচনাও বেশ লাগছে।

ছবির ট্রেলারে উঠে এসেছে খোলা পিঠে শ্রাবন্তী ও শিবপ্রসাদের যে সম্মোহনের দৃশ্য। চুমু, হাতে লেখা চিঠি, টেক্সট মেসেজ নাকি খোলা পিঠে কবিতা লেখা—কোনটা সবচেয়ে রোমাঞ্চকর বলে আপনার মনে হয়? এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বললেন, চুমু, চিঠি অনেক হয়ে গিয়েছে। এখন তো এই খোলা পিঠে কবিতা লেখাটাই বেশি রোমাঞ্চকর লাগছে আমার। এমন প্রেমে নতুনত্ব আছে।

সূত্র-আনন্দবাজার